ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্যান্সারে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
ক্যান্সারে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিবের মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড সৈয়দ মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত দুই বছর ধরে সে অসুস্থ ছিল। ওর চিকিৎসার জন্য আমরা বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম ওর পাশে দাঁড়াতে। এ বিভাগ একজন মেধাবী শিক্ষার্থী হারালো।

এসময় তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আব্দুর রাকিবের রুহের মাগফিরাত কামনা করেন।

জানা যায়, রাকিব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।