ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর

রাবি: করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী  ২০ অক্টোবর থেকে। এজন্য আবাসিক হলসমূহ আগামী ১৭ অক্টোবর খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য ড. আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।