ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ক-ইউনিটের এক ভর্তি পরীক্ষার্থীর আলাদা করে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১ অক্টোবর) ঢাবির মেডিক্যাল সেন্টারে এ পরীক্ষা নেওয়া হয়।
তিনি বলেন, ওই শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার পর ডিন অফিস বরাবর আবেদন করেন। আমরা সে আলোকে ব্যবস্থা নিয়েছি।
সংশ্লিষ্টরা জানান, ২৭ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর আবেদন করেন। আবেদন গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। একজন পরিদর্শক স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব থেকে তার পরীক্ষা নেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসকেবি/এমএমজেড