ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা।
শুক্রবার (১ অক্টোবর) থেকে ঢাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
তিনি বলেন, ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে শেষ করেছি। সবার সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। আমরা দ্রুত সময়ে ফল প্রকাশের চেষ্টা করবো। গতবার এক মাস সময় লেগেছিল। এবার তারও আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। লিখিত অংশ থাকায় সময়টা বেশি লাগবে। কারণ শিক্ষকদের তো খাতা দেখতে হয়। আর ঢাকার বাইরের কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র আসবে। সেকারণে সমন্বয় করতে সময় লাগছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসকেবি/আরআইএস