ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে এক ভর্তিচ্ছুর পরীক্ষা কারাগারে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২ অক্টোবর) ঢাকার ৬৮ কেন্দ্রে ও সাত বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কারাগারে পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমাদের কাছে একটি অনুরোধ এসেছে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনজন ও কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ সমন্বয় করেছে। আত্মসম্মানের কারণে সেই পরীক্ষার্থীর নাম প্রকাশ করতে চাননি তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসকেবি/আরবি