ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির হলে জোরপূর্বক প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ঢাবির হলে জোরপূর্বক প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে জোরপূর্বক শিক্ষার্থীদের প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হলে অবস্থানকারী সকল শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।

শনিবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, অমর একুশে হলে শিক্ষার্থীদের প্রবেশের ঘটনা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করে পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। সাত কর্মদিবসের তদন্ত রিপোর্ট প্রদান করবে। যেখানে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে। একইসঙ্গে হলে অবস্থানকারী সবাইকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।