ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ক্লাস শুরু ১৭ অক্টোবর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
ঢাবিতে ক্লাস শুরু ১৭ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে বেশিরভাগ পরীক্ষা আগের মতো সরাসরি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে ১৭ অক্টোবর।

 

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান।  

সভায় অংশগ্রহণকারী একটি বিভাগের চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর থেকে। বাকি সব সিদ্ধান্ত বহাল আছে। অর্থাৎ এখন থেকে ৬০ ভাগ পরীক্ষা সরাসরি হবে। কোনো বিভাগ যদি চায় মিডটার্ম বা ইনকোর্স অনলাইনে নিতে পারবে, যা ৪০ ভাগের বেশি হবে না।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর দুই বর্ষের জন্য আবাসিক হল খুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ অক্টোবর থেকে প্রথম-তৃতীয় বর্ষের জন্য খোলা হবে হল। সবকিছু বিবেচনায় নিয়ে এবার সরাসরি ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় একাডমিক কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসকেবি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।