বাংলাদেশের (আইইউবি) সেন্টার ফর প্যাডাগজি এবং গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভার্নেন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘একাডেমিক লিটারেসিস অ্যান্ড রাইটিং ওয়ার্কশপ’ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২১ আইইউবি’র নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় একাডেমিয়াতে ইংরেজি প্রতিবেদন লেখার দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, উদ্ধৃতি, প্লেজারিজম, রেফারেন্সিং, গবেষণা প্রতিবেদন কাঠামো ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে কোডিং এর ব্যবহার বিষয় বিশদভাবে আলোচিত হয়।
গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. শাহনেওয়াজ হোসেইনের উপস্থাপনায় কর্মশালাটিতে মূল আলোচনায় অংশগ্রহণ করেন সেন্টার ফর প্যাডাগজি এর পরিচালক এবং গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন, গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. মারুফা আক্তার, ড. শাহনেওয়াজ হোসেইন, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ অহিদুজ্জামান, এবং প্রভাষক রাইয়ান হোসেইন।
কর্মশালাটিতে অনলাইন ও অফলাইনে আইইউবি’র শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ০৭,২০১২
এনএইচআর