ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে ফেরাতে পারার অনুভূতি ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের নিজ গৃহে (আবাসিক হলে) ফেরাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। ’
শনিবার (৯ অক্টোবর) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা মেসে খুব কষ্টে জীবনযাপন করছিলো। তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি হল খুলে দেওয়ার জন্য। সবার সঙ্গে সমন্বয় করে আমরা আজকে হল খুলতে পেরেছি। দীর্ঘদিন পরে হলে প্রবেশ করে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। তাদের ক্যাম্পাসে ফেরাতে পেরে আমরাও আনন্দিত। এখন তাদের প্রধান কাজ হলো নিজেদের সুরক্ষিত রাখা। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের স্বাস্থ্যবিধি নিশ্চিত না করতে পারলে আমাদের পক্ষে সম্ভব হবে না। ’
দুর্যোগ কাটিয়ে শিক্ষার্থীদের নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, করোনার এই দীর্ঘ সময়টাতে শিক্ষার্থীদের মনে হতাশা বাসা বেঁধেছে। এ হতাশা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। হতাশা ভুলে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণায় মনোনিবেশ করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো শিক্ষার্থীদের দুঃসহ অতীত ভুলে পড়াশোনার উপযুক্ত পরিবেশ করে দেওয়ার জন্য।
জানা যায়, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৫৩তম সিন্ডিকেটে শনিবার (৯ অক্টোবর) আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সকাল থেকে শিক্ষার্থীরা হলে আসতে শুরু করে। পরে বেলা ১০টার দিকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তাব্যক্তিরা বঙ্গবন্ধু হলে ফুল, চকলেট এবং মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল প্রশাসন শিক্ষার্থীদের ফুল, চকলেট এবং মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরএ