ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি

ঢাকা: আবেদন ও দলিলকৃত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট)।

রোববার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতিটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে এক ঘোষণায় প্রথমে ৩২ হাজার এবং পরবর্তীতে বাদ পড়া আরও চার হাজার ৩২৩টি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দিয়ে দেশকে প্রাথমিক শিক্ষার অভিশাপ থেকে মুক্ত করেন। দীর্ঘ ৪০ বছর অতিবাহিত হওয়ার পর তার উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক ঘোষণায় ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে জাতির পিতার মতো আরও একটি ইতিহাস রচনা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতীয়করণকালীন সময় যে পরিসংখ্যান করা হয়েছিল তা সঠিক না হওয়ায় আরও জাতীয়করণযোগ্য বিদ্যালয় বাদ পড়ে।

বক্তারা আরও বলেন, ইতিপূর্বে আমরা জাতীয়করণের জন্য ২০১৮ সালে ১৮ দিন ও ২০১৯ সালে ৫৬ দিন ও ২০২১ সালে ৭ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছি। তখনকার সময়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইনের এক প্রতিনিধি দল এসে আমাদের জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তাবায়ন করেননি।

বক্তারা বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারি করণের সুস্পষ্ট ঘোষণা না দিলে আমরা ২০২২ সালে জানুয়ারীর মধ্যে জাতীয় প্রেসক্লাব ঢাকার সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর মোহাম্মদ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ মতিয়ার রহমান, মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এইচএমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।