ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া মেলবন্ধন জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ড. এম আবু ইউসুফ।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
ড. আবু ইউসুফ বলেন, সার্বিকভাবে অর্থনীতিকে এগিয়ে নিতে শিক্ষার গুণগতমানের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সামগ্রিক পাঠ কার্যক্রমে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করা গ্র্যাজুয়েটরা যেন উৎপাদনশীল কর্মসংস্থানে সংযুক্ত হতে পারে সেজন্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া মেলবন্ধন জোরদার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসকেবি/আরবি