ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছভর্তি: শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
গুচ্ছভর্তি: শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী

শাবিপ্রবি (সিলেট): গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার (০১ নভেম্বর)।  

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী।

সোমবার (০১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বাংলানিউজকে বলেন, গুচ্ছভর্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে ০১ নভেম্বর। আমরা আগের পরীক্ষাগুলো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

তিনি বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক আছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইলসহ বিভিন্ন ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া গত ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে ৪ হাজার ৩৮১ জন, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে ১ হাজার ৮৬১ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।