ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবের নতুন উপাচার্য ইমরান রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
ইউল্যাবের নতুন উপাচার্য ইমরান রহমান অধ্যাপক ইমরান রহমান

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইমরান রহমান। এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউল্যাবের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন, যা ২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (২ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউল্যাব কর্তৃপক্ষ।

অধ্যাপক ইমরান ২০০৬ সালে ব্যবসায় অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ছিলেন।

ইউল্যাবে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ছয় বছর পরিচালনার দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ইমরান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে অধ্যয়ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।