ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মেফতাউল আলম সায়েম।
বুধবার (৩ নভেম্বর) ঘোষিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৭.৭৫ পেয়েছেন এ শিক্ষার্থী। এছাড়া এসএসসি-এইচএসসির ২০ নম্বর মিলিয়ে মোট ১১৭.৭৫ মেধাস্কোর করেছেন সায়েম।
‘ক’ ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯২.৭৫। মোট ১২০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১১২.৭৫ নম্বর।
এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্যানন্দ বিশ্বাস। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯১.৯৫। মোট ১২০ নম্বরের মধ্যে তিনি ১১১.৯৫ নম্বর পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, উত্তীর্ণ সব শিক্ষার্থী আগামী ৯ নভেম্বর বিকেল ৩টা থেকে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দতালিকা পূরণ করতে পারবে।
কোটায় আবেদনকারীদের ৪ থেকে ১০ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এসকেবি/এনএসআর