ঢাকা: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য এবারও ডিজিটাল লটারি হতে পারে।
বুধবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।
তবে নীতিমালা জারি করে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
করোনা মহামারির কারণে গত বছর সব শ্রেণিতে লটারিতে ভর্তি করানো হয়। এ বছরও সেই পথে হাঁটছে সরকার।
শিক্ষার্থীদের ভর্তির জন্য গত বছর ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। অন্যান্যবার শুধু প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি করা হতো।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
এমআইএইচ/এসআই