যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান উইংয়ের চার দিনব্যাপী স্কোয়াড্রন ক্যাম্প-২০২১।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত বিএনসিসি একটি সুশৃঙ্খলিত বাহিনী। দেশের দুঃসময়ে তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। যবিপ্রবির ভর্তি পরীক্ষা, হেলথ ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড সফল করতে বিএনসিসি অনেক বড় ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ে বিএনসিসিকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ দেওয়া শেষে কোভিড-১৯ প্রতিরোধে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহমাদ, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পিইউও ড. মো. আলম হোসেন এবং অন্যান্য পিইউওসহ বিএনসিসির ক্যাডেটরা। চার দিনব্যাপী এ ক্যাম্পে প্যারেড, ফায়ারিং, অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও মিলিটারি দক্ষতা অর্জনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শতাধিক ক্যাডেট অংশ নিচ্ছেন। আগামী ৭ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পের আয়োজন শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
ইউজি/এনএসআর