ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির (ইউইও) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং মহাসচিব হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান।
শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কমিটি গঠিত হয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে গাজীপুর সদরের উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদকে সিনিয়র সহ সভাপতি, নরসিংদীর রায়পুরা উপজেলার শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদকে অতিরিক্ত মহাসচিব ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার মো. সানোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটির বিষয়ে মহাসচিব ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, নবগঠিত কমিটির পক্ষ থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে এন্ট্রি পদ ধরে প্রাথমিক শিক্ষা প্রশাসনকে ক্যাডারভুক্তকরণ এবং আদালতের রায় অনুযায়ী সব চলতি দায়িত্বের উপজেলা শিক্ষা অফিসারকে অবিলম্বে পূর্ণাঙ্গ উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতির দাবিতে আমরা কাজ করবো।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা নভেম্বর ০৬, ২০২১
এসকেবি/আরএ