ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ 

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
রাবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ  অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও অধ্যাপক একরামুল হক।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও শহীদ শামসুজ্জোহা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে আগামী তিন বছরের জন্য ওই দুই হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যায়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক একরামুল হক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই প্রাধ্যক্ষই দায়িত্ব পালনকালে ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ৬ হাজার টাকা হারে সম্মানি পাবেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।