ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রথম দিনে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৬ শতাংশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
জাবিতে প্রথম দিনে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৬ শতাংশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জীব বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রথম দিনে মঙ্গলবার (৯ নভেম্বর) ডি ইউনিটের ৫টি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অন্যবারের তুলনায় এবার পরীক্ষার্থী উপস্থিতির হার কম বলে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এবারের পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতির হার ৬৬ শতাংশ। পাশাপাশি অনুপস্থিতির হার ৩৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, ‘ডি ইউনিটের আজকের ৫টি শিফটে মোট পরিক্ষার্থী ছিল ৩৪ হাজারের মতো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ২২ হাজারের মতো পরীক্ষার্থী। শতাংশের হিসেবে ৬৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এছাড়া ৩৪ শতাংশ অনুপস্থিত ছিলেন। ’

ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, এবার পরীক্ষার্থীদের বড় অংশ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত। কেন্দ্র অনুযায়ী ৪০ থেকে ৫০ শতাংশ পরীক্ষার্থী এবার পরীক্ষায় অনুপস্থিত থাকছেন। তবে কী কারণে পরীক্ষার্থীর উপস্থিতি কম তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রেগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘পরীক্ষার্থীর উপস্থিতি এবার বেশ কম। এর কারণ হতে পারে অন্যান্য বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমদিকে অনুষ্ঠিত হতো। এবার শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দুদিন আগের পরিবহন ধর্মঘটও একটা কারণ হতে পারে। ’

এর আগে মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, প্রথম দিনের নির্ধারিত ৫ম শিফটের পরীক্ষা শেষ হয় বেলা ৪টায়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ ও ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান।

বাংলাদেশ সময়:১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আর এম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।