ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে চার শিক্ষক বহিস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
সিলেটে চার শিক্ষক বহিস্কার ...

সিলেট: সিলেটে পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে চার শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা শিক্ষকতা জীবনে আর কোনো পরিক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববার (১৪ নভেম্বর) সকালের দিকে সিলেটের বিশ্বনাথ আলীয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্র থেকে বহিস্কৃত শিক্ষকদের নাম পাওয়া যায়নি।

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই চার শিক্ষক স্মাট ফোন নিয়ে পরিক্ষা কেন্দ্রে কর্তব্য পালন করায় হল সুপার তাদের দায়িত্ব থেকে অব্যহতি দেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে বিধি বহির্ভূতভাবে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের দায়ে বহিস্কৃত চার শিক্ষক শিক্ষকতা জীবনে আর কোনো পরিক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।