নেত্রকোনা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে এ সিলেবাস তৈরি করে, তা বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানান উপমন্ত্রী।
এ সময় তিনি এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।
এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগসহ সমস্ত কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোজ্জাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপমন্ত্রী এর আগে সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআই