খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত সুলতানা কামাল জিমনেশিয়াম। এ বিষয়ে রোববার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মোস্তাফিজ চুক্তিপত্রে সই করেন।
চুক্তি অনুযায়ী-৩ হাজার ১০০ বর্গমিটারের এই জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, ৫০৮ জনের বসার গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা। জিমনেশিয়াম ভবনের ওপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৫শ কেভির বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১শ কেভির জেনারেটর সুবিধা।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো.এইচ এম ফাহিম খান।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমআরএম/এএটি