ঢাকা বিশ্ববিদ্যালয়: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলনরত এক ছাত্রকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীদের সমন্বয়ক ইসমাইল বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন,আমাদের অবস্থান কর্মসূচি থেকে ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্র অয়নকে পুলিশ নিয়ে গেছে।
সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।
আরও পড়ুন>
হাফ পাস: হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাফ পাস আন্দোলনে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা
হাফ পাস: ছাত্রলীগের হামলা, একজনকে তুলে নেওয়ার অভিযোগ
হাফ পাসের দাবিতে রাজধানীতে ১০ বাস ভাঙচুর
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসকেবি/এমআরএ