জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সেমিনার লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ কর্নারের উদ্বোধন করেন।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জবির চারুকলা বিভাগের প্রথম ব্যাচের অ্যালামনাই আর্টিস্ট মো. ফাইয়াজ হোসেন বিনা পারিশ্রমিকে সাতটি চিত্রকর্ম তৈরি করেন। ওই বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ৭০টি বই সংযোজিত করা হয়েছে এবং আরও নতুন দু’টি বই সংযোজন প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআরএস