ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন গবেষক সনৎ কুমার 

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
রাবির ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন গবেষক সনৎ কুমার  সনৎ কুমার সাহা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ মনোনীত হয়েছেন সনৎ কুমার সাহা। তিনি রবীন্দ্র গবেষক ও রাবির অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

 

বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য সনৎ কুমার সাহাকে এ পদে মনোনীত করা হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এ পদে মনোনীত করা হয়।  

রাবির সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা আজ ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদ চালু হলো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।