ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে ‘কেয়ার ফর পেটস এন্ড স্ট্রে অ্যানিমেলস’ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ইউল্যাবে ‘কেয়ার ফর পেটস এন্ড স্ট্রে অ্যানিমেলস’ বিষয়ক কর্মশালা ...

ঢাকা: ইউল্যাব সোশ্যাল ওয়েল ফেয়ার ক্ল্যাবের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ‘কেয়ার ফর পেটস এন্ড স্ট্রে অ্যানিমেলস’ সম্পর্কিত কর্মশালা আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ‘ডগ সেইজ’ এর পরিচালক রাফিদ হক সাওয়াদ এবং ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী।

রাফিদ হক সাওয়াদ তাঁর আলোচনায় পোষা প্রাণিদের যত্ন বিষয়ক নানান দিক তুলে ধরেন। ডগ সেইজের যাত্রা কীভাবে শুরু হয়েছিল সে বিষয়েও তিনি অভিজ্ঞতা শেয়ার করেন। বিশেষ করে করোনাকালীন পোষা প্রাণিদের দেখভাল কীভাবে করা যায়, কীভাবে তাদের যথাযথ যত্ন নেওয়া যায় সে বিষয়েও তিনি পরামর্শ দেন।

সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের এক্সিকিউটিভদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।