ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে নতুন বই পাবে ৫ লাখের বেশি শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
রাজশাহীতে নতুন বই পাবে ৫ লাখের বেশি শিক্ষার্থী

রাজশাহী: নতুন বছরের প্রথম দিন বই উৎসব না হলেও রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঁচ লাখ ২০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পর্যায়ক্রমে নতুন বই পেতে যাচ্ছে।

তাই নিজ নিজ স্কুলে নতুন বই পাওয়ার আনন্দে ভাসবে কোমলমতি শিক্ষার্থীরা।

দুই পর্যায়ের শিক্ষার্থীদের তালিকা অনুসারে মোট ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি বই দেওয়া হবে।

এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের ৮৫ শতাংশ ও মাধ্যমিক পর্যায়ের ৪৫ শতাংশ বই চলে এসেছে। বাকি বইগুলো দ্রুতই আসবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

বর্তমানে নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে চাহিদার অনুপাতে প্রতিদিন ঢাকা থেকে বই আসছে। তবে সপ্তাহের শুধু বৃহস্পতিবার মোট বইয়ের হিসেব করা হয়। এরই মধ্যে অর্ধেকের মতো বই চলে এসেছে। চলতি সপ্তাহে বই আসার পর আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) হিসেব করলে সঠিক তথ্য পাওয়া যাবে, আসলেই কি পরিমাণ বই এ পর্যন্ত রাজশাহী এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বাংলানিউজকে বলেন, রাজশাহী জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ৪৭ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর জন্য বইয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব শিক্ষার্থীদের জন্য বই আসবে ৪৮ হাজার ৪০৬টি।

এছাড়া প্রাথমিক পর্যায়ে রয়েছে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী পাবেন ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই। অপরদিকে রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবে প্রায় ৪৭ লাখ নতুন বই। মাধ্যমিক পর্যায়ের বই তালিকায় রয়েছে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা।

তিনি বলেন, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৫ শতাংশ অর্থাৎ ১১ লাখ বই চলে এসেছে। বাকি ১৫ শতাংশ বই কয়েক দিনের মধ্যেই আসবে।

রাজশাহী জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবারের তথ্য মতে মাধ্যমিকের ৪৫ শতাংশ নতুন বই এসেছে। প্রতিদিন বই আসছে। আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আবার নতুন বই প্রাপ্তির সংখ্যা হিসেব করে জানানো হবে।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ২৩ ডিসেম্বর সকালে ২০২২ সালের পাঠ্য বই ছাপার অগ্রগতি দেখতে ঢাকার মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি নেই। স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই ক্লাস ধরে ধরে শিক্ষার্থীদের এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হবে। কাজেই বই বিতরণে কোনো সমস্যা হবে না। আমাদের শিক্ষার্থীদের সবাই সময়মতো হাতে বই পেয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।