ফেনী: সারাদেশের ন্যায় ফেনীতেও বছরের প্রথম দিনে নতুন বই পাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ লক্ষাধিক শিক্ষার্থী। ইতোমধ্যে জেলা শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যালয়গুলোতেও বই পৌঁছে যাচ্ছে।
তিনি বলেন, জেলায় প্রাথমিকে চাহিদার শতভাগ বই এসেছে। তবে প্রাক-প্রাথমিকের ‘আমার বই’ নামে একটি বই এখনও আসেনি। সংশ্লিষ্ট দপ্তর থেকে শিগগিরই বইটি পাওয়া যাবে। ।
সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা বেগম জানান, মাধ্যমিকে জেলায় চাহিদার বিপরীতে ৭০ শতাংশ বই এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই চাহিদার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষপুষ্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ কামাল জানান, বিদ্যালয়ে চাহিদার শতভাগ নতুন বই পৌঁছেছে।
ফেনী শিশু নিকেতন কালেক্টারেট স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম বলেন, ইতোমধ্যে বিদ্যালয়ে মাধ্যমিকের ৫০ শতাংশ নতুন বই এসেছে। তবে প্রাথমিকের এখনও কোনো বই আসেনি।
জেলায় প্রাথমিক স্তরের সরকারি-বেসরকারি ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৮ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে এ সংখ্যাটি ২ লাখ ১৬ হাজারের কিছু বেশি।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসএইচডি/এমআরএ