ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে ফাইল ফটো

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। বিগত বছরগুলোর মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

বরিশালে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ২৫ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ।

পাশাপাশি ৬ হাজার ২১৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ৪ হাজার ৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৪৬টি স্কুল থেকে ১ লাখ ১৩ হাজার ৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে মাত্র ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের চেয়ে পাসের হার ও ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের তুলনায় তেমনটা নয়।

এর কারণ হিসেবে তিনি বলেন, মহামারি কোভিডের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি, অনলাইনে ক্লাস করতে হয়েছে। তারপরও সুযোগ ছিল, কারণ জেএসসি পরীক্ষার ফলাফলের হিসেব করে এসএসসি পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ে ফলাফল হয়েছে। আর যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সে বিষয়গুলোতে সঠিকভাবে পরীক্ষা দিলে বরিশাল বোর্ডের ফলাফল আরও ভালো হতো। আর যারা খারাপ করেছে তারা বই পড়েনি এটা বলা যায়।

গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দুটি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।