ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার শূন্য ভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফল গ্রহণ করেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ৪৯৪টি। গত বছর এই সংখ্যা ছিল তিন হাজার ২৩টি। সেই হিসেবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দুই হাজার ৪৭২টি।
২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/কেএআর