ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

একগাদা পাঠ্যবই পড়াই শিক্ষা নয়: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
একগাদা পাঠ্যবই পড়াই শিক্ষা নয়: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী

ঢাকা: শুধু একগাদা পাঠ্যপুস্তক পড়াই শিক্ষা নয় মন্তব্য করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার শিক্ষা গ্রহণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘শুধু একগাদা পাঠ্যপুস্তক পড়ে যে শিক্ষা, সে শিক্ষা না; শিক্ষাটা পরিবেশ সম্পর্কে, মানবিক সম্পর্কে, শিক্ষাটা সকলের সাথে চলার একটা শিক্ষা, সেটাই সবাইকে শিক্ষা দিতে হবে। সেভাবেই সবাইকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ’

মানবিক মানুষ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ‘মানসিক স্বাস্থ্য এবং পুষ্টির’ বিষয়ে নজর দিতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজের কাজ নিজে করার ওপর গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। সব কাজই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজের একটা মর্যাদা আছে। কাজকে সম্মান দিয়ে দেখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই শিক্ষাটাও আমাদের ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই দেখাতে হবে, নিজের কাজ নিজে করা বা নিজের কোনো কাজকে ছোট করে না দেখা। এই বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি মনে করি আমাদের শিক্ষা ক্ষেত্রে এ বিষয়গুলো আরও নজর দেওয়া দরকার। ’

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অকৃতকার্যদের মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা কৃতকার্য হতে পারেনি, আমি জানি করোনার কারণে পড়াশোনার তেমন সুযোগ ছিল না বলে অনেকের সমস্যা হয়েছে। আমি অনুরোধ করবো আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে। পড়াশোনা চালিয়ে যেতে হবে। অভিভাবকদের আমি অনুরোধ করবো আপনারাও তাদের সহযোগিতা করবেন। ’

সরকারপ্রধান বলেন, ‘আমি ঘরে আমার স্কুল’ যে কার্যক্রমটা আমরা চালু করেছি, এ ব্যাপারে অভিভাকদের এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। যাতে তাদের ছেলেমেয়েরাও বসে পড়াশোনা করতে পারে। সেদিকে দৃষ্টি দিতে হবে। অভিভাবক শুধু অভিভাবকই না, অভিভাবককে শিক্ষকের ভূমিকায় কিছুটা হলেও ব্যবস্থা নিতে হবে, দায়িত্বটা পালন করতে হবে।

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

করোনার কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থী, এভাবে ভাগ করে ১ জানুয়ারি থেকে সারা দেশে বই বিতরণ করা হবে। নতুন বই পেয়ে সবাই পড়াশোনা আরও মনোযোগী হবে বলে আশাবাদও ব্যক্ত করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তারা বড় হবে, লেখাপড়া শিখবে আর আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এই দেশকে উন্নত দেশ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ। সেই সোনার মানুষ হবে আজকের শিক্ষার্থীরা। আগামী দিনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। সেটা তারা বাস্তবায়ন করবে।

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে  ৯৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের ৯৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  

এ বছর এসএসসি ও সমমানে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন  শিক্ষার্থী। যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ স্কুলগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।