ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খাগড়াছড়িতে বই বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
খাগড়াছড়িতে বই বিতরণ শুরু খাগড়াছড়িতে বই বিতরণ শুরু।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতেও শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। নতুন বছরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

এবছর এই জেলার সরকারি ও বেসরকারি মিলে সাত শতাধিক প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১২২ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮১০ শিশুর মধ্যে ৪ লাখ ৪৬ হাজার ৩৩৭টি বই বিতরণের কথা রয়েছে।

এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪৯ হাজার ছাত্র-ছাত্রী পাচ্ছে নতুন বই। এর বাইরে এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে চাকমা, মারমা ও ত্রিপুরা মাতৃভাষার সকল বই পাচ্ছে পাহাড়ি শিশুরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানিয়েছেন, খাগড়াছড়িতে বইয়ের কোনো ঘাটতি নেই। সব শ্রেণির শতভাগ বই এসেছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।