ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি: বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২৪৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এসএসসি: বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২৪৯ জন

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড চেয়ারম্যান ও কন্ট্রোলার স্বাক্ষরিত পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে।

 

এতে নতুন করে ৩০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে, আগের ফলাফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণে ২৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।  
 
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয় বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।