ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকায় নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে অনলাইনে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ঢাকায় নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে অনলাইনে

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্বুদ্ধ সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এ আলোচনা ঢাকার পরিবর্তে অনলাইন প্লাটফর্মে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী সাদিয়া জাহান।

তিনি জানান, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য ঢাকায় যাওয়ার সম্মতি জানিয়েছিলাম। তবে আলোচনায় অনশনরত এক শিক্ষার্থী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় আমরা তাকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আমরা ঢাকায় না গিয়ে অনলাইনের মাধ্যমে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

সাদিয়া বলেন, যদি শিক্ষামন্ত্রী সিলেটে আসতে চান, আমরা তাতেও প্রস্তুত আছি।

>>> শাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকায় ডাকলেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।