ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথ হলে চলছে বিদ্যাদেবীর অর্চনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
জগন্নাথ হলে চলছে বিদ্যাদেবীর অর্চনা

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা পরিস্থিতির কারণে গতবছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে বিদ্যাদেবী সরস্বতীর পূজা-অর্চনা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়।

 

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মের অনুসারীরা উৎসবের আমেজে এতে অংশ নেয়। তবে প্রতিবার বর্ণাঢ্যভাবে পূজার আয়োজন থাকলেও এবার শুধুমাত্র উপসনালয়ে বিদ্যাদেবীর আরাধানার ব্যবস্থা করা হয়েছে।

মেলায় আগত মিঠুন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, খুব ভালো লাগতেছে। তবে করোনার কারণে এর আগে খুব জমজমাটভাবে আমরা পূজা করতে আসতাম। তারপরও খুবই ভালো লাগছে।

পরিবার নিয়ে পূজা উদযাপন করতে এসেছেন কণিকা রাণী। তিনি বলেন, পরিবারের সবাই মিলে এসেছি। জগন্নাথ হলের পূজা অন্যান্য জায়গা থেকে একদম অন্যরকম লাগে। প্রতিবারই এখানে আসি। ভালো লাগতেছে।

সনজিত রায় বলেন, সরস্বতী আমাদের বিদ্যার দেবী। আমরা আজকে এখানে আসছি মা এর কাছে চাইতে যাতে আমাদের জ্ঞানকে তিনি বিকশিত করেন।

রুদ্র প্রসাদ রায় বলেন, এবারের পূজায় বেশি একটা ভালো লাগতেছে না। কারণ বিগত বছরের ন্যায় এবারের পূজায় আমেজ নেই। এর আগে খুব জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হতো। তারপরও ভালো লাগছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, পূজা উদযাপন খুব ভালো চলছে। সবাই খুব উৎফুল্ল নিয়ে আসছেন, স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করছেন। করোনার কারণে আমরা শুধু একটাই কেন্দ্র করেছি। এর আগে অনেক কেন্দ্র ছিল। এসময় সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।