ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফলাফলে অনিয়ম

ঢাবির ২ অধ্যাপককে ৩ বছর পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ঢাবির ২ অধ্যাপককে ৩ বছর পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: পরীক্ষার নম্বরে অনিয়ম করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৩ ফেব্রুয়ারি পরীক্ষক নিয়ন্ত্রক স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।  

এতে বলা হয়, ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে ২০১৭ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার বি এ সম্মান পরীক্ষায় ফলাফলকে ব্যাপক ব্যবধান রেখে চূড়ান্ত করার আনিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা পরিষদের (২৯/০১/২০১৯) সুপারিশ ও সিন্ডিকেটের (৩০/০১/২০২২) সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখা হলো।

একইসঙ্গে পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বার টেবুলেশন সংক্রান্ত সব বিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।