ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ 

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে গণধর্ষ‌ণের প্রতিবাদে ও শতভাগ নিরাপত্তার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে জেলা প্রশাসনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

শ‌নিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে ১৫ মিনিট মৌন নিরব থেকে কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার ও হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন।  

এছাড়া সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বেলে আলোর মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  

এ ঘটনায় র‌্যাব ৬ জন ও জেলা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। আজ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।