ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬ ধর্ষকের প্রতীকী ফাঁসির গণ রায় কার্যকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
৬ ধর্ষকের প্রতীকী ফাঁসির গণ রায় কার্যকর প্রতীকী ফাঁসি

গোপালগঞ্জ: গ্রেফতারকৃত ৬ ধর্ষকের প্রতীকী ফাঁসির রায় কার‌্যকর করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতীকী গণ ফাঁসী কার‌্যকর করা হয়।

 

এর আগে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি। ফাঁসির জন্য দড়ি আনা। এরপর ৬ প্রতীকী ধর্ষককে ফাঁসির মঞ্চে তোলা হয়। প্রত্যেকের মাথা কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। পরে এক দড়িতে ৬ ধর্ষকের প্রতীকী ফাঁসি কার‌্যকর হয়। ফাঁসির রায় কার‌্যকর করতে জল্লাদের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাসান হৃদয়। আর বিচারক হিসেবে ৬ ধর্ষকের ফাঁসির রায় ঘোষণা করেন বিজিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ফাহিম। পরে আন্দোলনরত শিক্ষার্থীর ফাঁসির দড়ি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিপুল সংখ্যক আন্দোলনরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ ধর্ষককে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।