ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রভোস্টের পদত্যাগ দাবি: প্রশাসনের আশ্বাসে কক্ষে ফিরলো ইবি ছাত্রীরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
প্রভোস্টের পদত্যাগ দাবি: প্রশাসনের আশ্বাসে কক্ষে ফিরলো ইবি ছাত্রীরা প্রভোস্ট পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

ইবি: প্রশাসনের আশ্বাসে প্রভোস্ট পদত্যাগের দাবিতে আন্দোলন স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। রোববার (৬ মার্চ) দিনগত রাত ১টায় স্থগিতের ঘোষণা দেন তারা।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, আমাদের সমস্যাসমূহ প্রশাসনকে জানিয়েছি। তারা অতিদ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা এ আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছি। আমরা সকল সমস্যার সুষ্ঠু সমাধান চাই।

ছাত্রীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ তারা জানান, আমরা ছাত্রীদের সব অভিযোগ শুনেছি। তাদের দাবিগুলিও যৌক্তিক। আসলে সব হলেই ব্যবস্থাপনাগত কিছু জটিলতা রয়েছে। করোনায় এসব জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা যথাশীঘ্র সম্ভব এগুলো সমাধান করার চেষ্টা করবো বলে তাদের জানিয়েছি। আমাদের শিক্ষার্থীরাও ভালো, তারা আমাদের কথায় আশ্বস্ত হয়েছে। আশা করি আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। '

উল্লেখ্য, এক ছাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় প্রভোস্টের অসহযোগিতার অভিযোগ এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে হলের ছাত্রীরা। রোববার (০৬ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ওই হল গেটের সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে রাত সোয়া এগারোটার দিকে হলের অতিথি কক্ষে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।