ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ৫ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ফেনীতে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ৫ দাবি

ফেনী: শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ পাঁচ দফা দাবি আদায়ে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

শুক্রবার (১১মার্চ) সকাল সাড়ে ১০ টায় শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ছাগলনাইয়া বাঁশপাড়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি সোনাগাজী বখতার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মিয়াজী, কবি শামছুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, ফেনী সদর উপজেলা শাখা সভাপতি শামীম আখতার, সাধারণ সম্পাদক শরিষাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উদ্দিন,  ছাগলনাইয়া শাখার সভাপতি হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আবছার, ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক সোনাগজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও দাগনভূঞা শাখার সভাপতি করিমূল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন বিহারী।

দাবি তুলে ধরে বক্তারা বলেন, আমরা ৬ষ্ঠ গ্রেডে ছিলাম ১৯৯১ সালে বিএনপি সরকার আমাদের গ্রেড অবনমন করে ৭ম গ্রেডে নামিয়ে দেয়। আমরা আবার ৬ষ্ঠ গ্রেডে ফিরে যেতে যাই।  

সংগঠনের বাকি দফাগুলো হলো, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুষ্পষ্ট ঘোষণা, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়া।

শিক্ষকরা আরও জানান, এসব দাবিতে ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবিগুলো বাস্তবায়নে স্মারকলিপি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।