ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

শিক্ষা

আত্মহত্যার চেষ্টা করলে রাবির হলে সিট বাতিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আত্মহত্যার চেষ্টা করলে রাবির হলে সিট বাতিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল

রাবি: কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে হলের সিট বাতিলের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন।

শনিবার (১২ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে। ”

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, “আমরা মেয়েদের সচেতন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের বিশেষ কোনো কারণ নেই। এছাড়া কেউ ঘুমের ওষুধ রাখলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে। ”

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।