ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে খোলা হচ্ছে তিনটি অনুষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুন ২৫, ২০১০

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ফাইন আর্টস অনুষদ খোলা হচ্ছে। এছাড়া মিডিয়া স্টাডিজ, কম্পারেটিভ লিটারেচার, উইমেন স্টাডিজ ও আইন বিভাগও চালু করা হবে।



আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডক্টর শরীফ এনামূল কবির বার্ষিক সিনেট অধিবেশনে এ তথ্য জানান।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে ২৭ বিভাগ ও দুটি ইন্সিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার। নতুন এ অনুষদ ও বিভাগগুলো চালু হলে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে।

উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফ এনামূল কবিরের সভাপতিত্বে সিনেট অধিবেশনে অংশ নেন ৭০ জন সদস্য। অধিবেশনে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনীরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেন, কোষাধক্ষ্য অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন।

ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীর ওপর যৌননিপীড়ণের ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে উপাচার্য শরীফ এনামূল কবির বলেন, ‘প্রথমত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, দ্বিতীয়ত শিক্ষক, তৃতীয়ত উপাচার্য হিসেবে আমি সবচেয়ে বেশি লজ্জিত। ’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

সিনেটে কোষাধক্ষ্য ৭৭ কোটি টাকার বাজেট পেশ করলে তা সর্ব সম্মতিক্রমে পাশ হয়।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
জেআর/বিকে/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।