ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাব ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
ইউল্যাব ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

দোয়েল স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

শিশুরা তাদের রঙ ও তুলিতে দেশপ্রেমকে উপজীব্য করে দারুণ সব চিত্র তুলে আনে।

ইউল্যাবের ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), পরিচালক, মার্কেটিং এন্ড কমিউনিকেশন তারেকুল ইসলাম, ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরি, ইউল্যাব আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা মুহাম্মদ আমিনুজ্জামান প্রমুখ।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ১৯৭১ হিস্টোরি ক্লাব, ইউল্যাব আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব এ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।