ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ঢাকা: অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

 

আন্দোলনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, আমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়া হলেও সেটি মূল নম্বরের সঙ্গে যোগ করা হয় না। সাত কলেজে যেভাবে গণহারে ফেল করিয়ে দেওয়া হচ্ছে সেটার বিষয়ে সুষ্ঠু ও স্থায়ী পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে দর্শন বিভাগের যেসব শিক্ষার্থী আছে তাদের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলন করবো।  

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দেওয়া; দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করা; গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এর স্থায়ী সমাধান করা।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।