ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্লাস যখন জুমে পরীক্ষা কেন রুমে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ক্লাস যখন জুমে পরীক্ষা কেন রুমে!

ঢাকা: রাজধানীর ইংলিশ মিডিয়ামের পরীক্ষা বন্ধ বা পরীক্ষার সিলেবাস কমিয়ে পরীক্ষার সময় নির্ধারণের দাবি জানিয়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলে, করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বিশ্বের সব দেশে ইংলিশ মিডিয়ামের সিলেবাস কমানো হয়েছে।

সব দেশের পরে আমাদের স্কুল-কলেজ খুলেছে। ব্রিটিশ কাউন্সিলের অধীনে আমাদের পরীক্ষা নিতে চাইছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এভাবে পরীক্ষা দিলে আমাদের সিজিপিএ খারাপ আসবে। এমন অবস্থায় আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হস্তক্ষেপ কামনা করছি।

সোমবার (২৮শে মার্চ ) বিকেলের দিকে রাজধানীর গুলশান-১ নম্বর চত্বরে এই দাবিতে মানববন্ধন করেছে ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা।

আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সামি বলে, ঈদের দিন এবং ঈদের পরের দিন আমাদের পরীক্ষা রয়েছে। তাহলে আমাদের ঈদের আনন্দ কী হবে? 

আন্দোলনরত শিক্ষার্থী সাউথ পয়েন্টের ছাত্র আরিস জানায়, অনলাইনে সব কিছু শেখানো হয় এবং অফলাইনে পরীক্ষা হবে এটা কোনো যুক্তিসংগত না। ক্লাস যখন জুমে হয়েছে, পরীক্ষা কেন রুমে? আমরা অনলাইনেই পরীক্ষার চাই।  

আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল সেলিম বলেন, শ্রীলংকা, মিয়ানমার ও নেপালে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের কেন হবে না!

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২ 
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।