ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন না দেয়ায় ২০ শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
বেতন না দেয়ায় ২০ শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

নওগাঁ: নওগাঁর একটি বিদ্যালয়ে বেতন পরিশোধ করতে না পারায় পরীক্ষার হল থেকে ২০ শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার (১১ এপ্রিল) মহাদেবপুর উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যলয়ে এ ঘটনা ঘটে।

প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবস্থান নেয় বিদ্যালয়টির শহীদ মিনারে।

বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি শিক্ষার্থী রিমন শিল, অন্তর প্রামাণিকসহ বেশ কয়েকজন বাংলানিউজকে জানান, রাসায়ন ও পৌরনীতি বিষয়ে পরীক্ষা হয়েছে আজ। কিন্তু পরীক্ষা চলাকালে হঠাৎই তাদের পরীক্ষার হল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। এসময় শিক্ষার্থীদের বলা হয়, ৩ মাসের বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে না পারার কারণে তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাই ফি পরিশোধ না করা পর্যন্ত কোনো পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না বলেও জানানো হয় শিক্ষার্থীদের ।

রসুলপুর উচ্চ বিদ্যলয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার প্রামানিক বাংলানিউজকে জানান, বের করে দেয়া হয়েছিল ঠিকই। প্রায় ১ ঘণ্টা পরে তাদের আবারও নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে ডেকে আনা হয়েছে এবং সবাই পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, অনেক শিক্ষার্থীর বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধ করার জন্য আমার অনেক তাগাদা দিয়েছি। কিন্তু তেমন কোনো লাভ হয়নি। আর পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার ঘটনায় আমাদের মিটিং হয়েছে। সেখানে প্রধান শিক্ষক বলেছেন, শিক্ষার্থীদের বের করে নয় পরীক্ষা ১ ঘণ্টা স্থগিত করা হয়েছিল।

এ বিষয়ে জেলা এবং মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিসারের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।