ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সাদ্দাম হলের নতুন প্রভোস্ট ড. আসাদুজ্জামান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ইবির সাদ্দাম হলের নতুন প্রভোস্ট ড. আসাদুজ্জামান অধ্যাপক ড. আসাদুজ্জামান

ইবি (কুষ্টিয়া): হল প্রশাসনের উদ্যোগে ইফতারি বন্টনের দায়িত্ব ছাত্রলীগকে দিয়ে আলোচনায় আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. গৌতম কুমার দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

একই সঙ্গে হলটিতে নতুন প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

 

শনিবার (১৬ এপ্রিল) রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশ থেকে জানা গেছে, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাসকে ১৬ এপ্রিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত স্থানে গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানকে ১৬ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ওই হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।  

অতিরিক্তি দায়িত্ব হিসেবে তিনি (অধ্যাপক ড. আসাদুজ্জামান) নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। তাকে অবশ্যই ক্যাম্পাসে বসবাস করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।