ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিতে মোমবাতি প্রজ্বলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিতে মোমবাতি প্রজ্বলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের যৌথ হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবকাশ ভবনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর যেভাবে পুলিশ ও ব্যবসায়ীরা যৌথভাবে হামলা করেছে তা ন্যক্কারজনক। একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের ওপর এমন নগ্ন হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা সবসময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশে আছি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।