ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ

ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮টায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

 

বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে কোর্ট এলাকা, ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজার হয়ে সোহরাওয়ার্দী কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ডিসি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, সোহরাওয়ার্দী আছে তোমাদের সাথে, লড়বো মোরা একসাথে, 'আমার ভাই মেডিকেলে কেন প্রশাসন জবাব চাই' 'হামলাকারীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এসব স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষোভ মিছিলটিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রায় ৫০-৬০ শিক্ষার্থী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।