ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
সাত কলেজের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স তৃতীয় বর্ষের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী হবে।  

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছে বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।